জুলাই ১০, ২০২৪, ১০:৫৩ এএম
ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে দ্বিতল বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সকালে ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে চলন্ত একটি দ্বিতল বাস পেছন থেকে দুধের ট্যাংকারে ধাক্কা দেয়। এতে ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়।
উন্নাও জেলার ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দ্বিতল বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে বাসটি পেছন থেকে একটি দুধের ট্যাংকারকে ধাক্কা দেয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের ইতোমধ্যে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।