উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। উত্তর কোরিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরের মধ্যেই এই খবর এলো। তবে কবে এই ঘটনা ঘটেছে- সেটা না জানিয়ে জয়েন্ট চিফ অব স্টাপের একজন কর্মকর্তা বলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত উত্তর কোরিয়ার সৈন্যরা ‘অনূর্বর ভূমি’ তৈরি ও সীমান্তে অতিরিক্ত মাইন বিছানোর কাজ করছিল।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে ল্যান্ডমাইন বিস্ফোরণে ‘মৃত্যু’ এবং এনকে নিউজ ওয়েবসাইট সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বলেছে, বেশ কয়েকজন সেনা ‘নিহত ও পঙ্গু’ হয়েছেন।
উত্তর কোরিয়ার একদল সেনা ডিমিলিটারাইজড জোনের সামরিক সীমানা টপকে অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের সতর্ক করতে কয়েকটা ফাঁকা গুলি ছোড়ে।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি