মমতার সঙ্গে কথার যুদ্ধে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৪, ২০২৪, ১০:৪৯ পিএম

মমতার সঙ্গে কথার যুদ্ধে মোদি

ভারতের লোকসভা নির্বাচনের আগে কথার যুদ্ধে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানেই এই কথার যুদ্ধে অবতীর্ণ হন তারা দুজন। শেণেছেন একে অন্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ। গতকাল বুধবার ভারতীয় সময় দুপুর একটার দিকে রাজ্যের কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায় এক নির্বাচনী সভায় মমতা বলেন, ‘কেউটে সাপকে বিশ্বাস করা যায়। কিন্তু বিজেপিকে নয়।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সিএএ করে ডিটেনশন ক্যাম্পে রাখার পরিকল্পনা করছে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত রেখেছে মোদি সরকার।’

বিজেপির বিরুদ্ধে মমতার এই অভিযোগের তোয়াক্কা করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্টো তৃণমূলের সমালোচনা করে একই জেলার রাসমেলা মাঠের এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছে না তৃণমূল সরকার। সিএএ’র নামে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। এই আইনে সবার নাগরিকত্ব নিশ্চিত হবে।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

Link copied!