লোকসভা নির্বাচনের ৭ম দফা

হ্যাট্রিকের পথে মোদি?

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১, ২০২৪, ১০:৩৯ পিএম

হ্যাট্রিকের পথে মোদি?

ছবি: সংগৃহীত

তবে কি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে যাচ্ছেন মোদি!

ভারতে লোকসভা নির্বাচনের সপ্তম ধাপ শেষ হয়েছে শনিবার (১ জুন)। মঙ্গলবার (৪ জুন) এর ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জরিপের বরাত দিয়ে সংবাদ সংস্থা রসটার্স লিখেছে, টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে পারেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম জান কি বাতের জরিপ অনুযায়ী, শেষ ধাপে বিজেপি ২১ থেকে ২৬টি আসনে জিতবে। আর তৃণমূল কংগ্রেস জিতবে ১৬ থেকে ১৮টি আসনে।

ইন্ডিয়া নিউজ-ডি-ডায়নামিকস বলেছে, বিজেপি জয় পাবে ২১ আসনে আর ১৯টি আসন জুটবে তৃণমূল কংগ্রেসের কপালে।

অপরদিকে রিপাবলিক ভারত-মাত্রিজ বলেছে, বিজেপি ২১ থেকে ২৫টি আসনে জিতবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল পাবে ১৬ থেকে ২০টি আসন।

আর বাংলা নামের অপর একটি সংস্থা বলেছে, এবার পশ্চিমবঙ্গে বিজেপি পাবে ২২টি আসন। তৃণমূল কংগ্রেস পাবে ১৮টি আসন।

অপরদিকে রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস ২০১৯ সালের মতো দুটি আসন পেতে পারে বলে জানিয়েছে জরিপ চালানো সংস্থাগুলো।

 

 

 

 

 

Link copied!