অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে দুই শতাধিক সাংবাদিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ০৮:২৭ পিএম

অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে দুই শতাধিক সাংবাদিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে অন্তত মিয়ানমারে দুই শতাধিক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৯ মার্চ) ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রফিট ল’র (আইসিএনএল) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, ৩১ জন নারীসহ প্রায় ১০০ গণমাধ্যমের ২০৬ জন সাংবাদিককে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। তাদের মধ্যে ১৪৭ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিরা এখনও কারান্তরীণ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনজন সাংবাদিককে গ্রেপ্তারের পর হত্যা করেছে মিয়ানমারের জান্তা বাহিনী।

আইসিএনএলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৬ জন সাংবাদিকের মধ্যে ১৬০ জনকে ৯টি পৃথক আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে। জান্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, উসকানি ও ‘মিথ্যা খবর’ ছড়ানোর জন্য অভিযুক্ত হয়েছেন এসব সাংবাদিক।

সূত্র: দ্য ইরাবতী

Link copied!