মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবাহিনীর বিমান হামলায় দেশজুড়ে ৩ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে । মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে ক্ষমতাসীন জান্তাবাহিনী।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনইউজি এর মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের ২৭ তারিখ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জান্তাবাহিনী মিয়ানমার জুড়ে বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে অন্তত ২৪৪টি হামলা চালিয়েছে।
এতে অন্তত ৩০৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময়ে জান্তাবাহিনীর বিমান ও গোলা হামলায় আহত হয় অন্তত ৪১৩ জন।
এই সময়ের মধ্যে মিয়ানমারের সাগাইন, মান্দালয়, কারেনি, রাখাইন ও শানের বিভিন্ন অবস্থানে অন্তত ১১টি গণহত্যা চালিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সবচেয়ে বেশি নিহত হয়েছে চিন, কারেনি, রাখাইন, শান ও সাগাইনে।
জান্তাবাহিনী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি অভিযোগ করেন ।
জান্তাবাহিনী মিয়ানমার জুড়েই ব্যাপক হামলা চালাচ্ছে নির্বিচারে যার কারনে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে এনইউজি।
এনইউজি আরও জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত জান্তাবাহিনীর বোমা ও বিমান হামলা এবং অগ্নিসংযোগের ফলে কমপক্ষে ৫৬২টি বাড়ি, ৪৪টি ধর্মীয় স্থাপনা, ১০টি স্কুল এবং ৭টি ক্লিনিক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।