ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন একটি জরিপে অংশ নেওয়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত।
আর গোটা ভারতের মতামত জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতারও একই মত। এ ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশের বদলে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে দক্ষিণ-পূর্ব ভারতের ৮ রাজ্যের ১৬ শতাংশ এবং পুরো ভারতের ২৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা।
শনিবার ভারতের ইংরেজি দৈনিক ইনডিয়া টুডের এক্স হ্যান্ডেলে এক জরিপে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে পাঠকের মতামত যাচাই করা হয়। তাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি না, এমন প্রশ্নে উত্তর-পূর্ব ভারতের ২৩ শতাংশ এবং পুরো দেশের ৩৭ দশমিক ৬ শতাংশ বাসিন্দা সমর্থন দিয়েছেন। তারা মনে করেন, ভারতের মিত্র হিসেবে এ আশ্রয় ঠিক ছিল। আবার অনেকে মত দেন যে, শেখ হাসিনাকে এখন তার দেশে ফেরত পাঠানো উচিত।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার নজিরবিহীর অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সময়ে জানিয়েছে, তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে রয়েছেন। তবে ভারত সরকার তার অবস্থানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
বাংলাদেশের অন্তবর্তী সরকার এরই মধ্যে প্রত্যর্পন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।