আস্থা ভোটে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১২, ২০২৪, ০৮:৫২ পিএম

আস্থা ভোটে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহার

সংসদে আস্থা ভোটে হেরে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহার ক্ষমতাচ্যুত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) ক্ষমতাচ্যুত হন তিনি।

এর আগে গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের ওপর থেকে দেশটির সবচেয়ে বড় দল ইউএমএল সমর্থন প্রত্যাহার করে নিলে আস্থা ভোটে হেরে যান নেপালের প্রধানমন্ত্রী।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে রয়েছে ২৭৫ আসন। কোনও প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে জিততে প্রয়োজন অন্তত ১৩৮ ভোট। কিন্তু শুক্রবারের ওই আস্থা ভোটে পুষ্প পেয়েছেন মাত্র ৬৩ ভোট। তার বিপক্ষে ২৫৮ জন আইনপ্রণেতার মধ্যে ভোট দিয়েছেন ১৯৪ জন।

পুষ্প দাহালের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে দেশটির অন্যতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলায় ইউএমএল। নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী জোটটি এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউন্টি পার্টির নেতা খড়্গ প্রসাদ অলিকে নির্বাচিত করার কথা রয়েছে।

গত বছর ডিসেম্বরে নেপালে নির্বাচন হয়। এতে পুষ্প কামাল দাহালের দল সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েও প্রধানমন্ত্রী হন। তবে ওই সময় থেকেই তার সেই জোট ছিল নড়বড়ে। শেষ পর্যন্ত চলতি বছর জুলাইয়ে এসে তাকে ক্ষমতা হারাতে হলো। সব মিলিয়ে মাত্র ১৯ মাস প্রধানমন্ত্রী ছিলেন পুষ্প কামাল দাহার।

Link copied!