আগস্ট ২৭, ২০২৪, ০৬:৫৬ এএম
নির্ধারিত সময় পর্যন্ত অফিস শেষে বসের ফোন ধরার বাধ্যবাধকতা আর থাকছে না অস্ট্রেলিয়ায়। নির্ধারিত কর্মঘণ্টার পর বসের ফোন বা ই-মেইলের জবাব না দেওয়ার জন্য এখন আর কারণ দর্শাতে হবে দেশটির চাকরিজীবীদের। অফিস শেষে ব্যক্তিগত জীবন উপভোগের জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ‘রাইট টু ডিসকানেক্ট’ নামে নতুন একটি আইন পাস করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
গতকাল সোমবার (২৬ আগস্ট) থেকে নতুন এই আইন কার্যকর করা হয়েছে। এই আইন অনুযায়ী নির্ধারিত কর্মঘণ্টার পর আসা ফোনকল বা মেইলের জবাব না দিলে কর্মীদের আর শাস্তি দিতে পারবেন না বস।
এই আইনকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার চাকরিজীবীরা। তাদের ভাষ্য, নতুন আইনের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে সাহসিকতার সঙ্গে কাজ করা যাবে এবং ব্যক্তিগত জীবনকে উপভোগ করা যাবে। এ ছাড়া আস্ট্রেলিয়ায় প্রণীত নতুন আইন অনুযায়ী বস বা নিয়োগকর্তার সঙ্গে কাজ করা নিয়ে বিরোধ দেখা দিলে তারা উভয়েই ফেয়ার ওয়ার্ক স্টেশনে মামলাও করতে পারবেন।
প্রকৃত অর্থে করোনা মহামারির সময় থেকেই ব্যক্তিগত ও কর্ম জীবনের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যেত না। কারণ তখন হোম অফিসের সুবিধা দেওয়া শুরু হয়। ফলে নির্ধারিত সময়ের বাইরেও ঘরে বসে অফিসের কাজ করার রীতি প্রচলিত হতে থাকে।
বর্তমান সময়ে বিশ্বব্যাপী কর্মঘণ্টা বহির্ভূত সময়ে কর্মীদেরকে ই-মেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে কাজ দেওয়া হয়ে থাকে। অথচ এর জন্য কর্মীদের কোনও ভাতা দেওয়া হয় না। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, গত বছর নির্ধারিত সময় বহির্ভূত ২৮১ ঘণ্টা অতিরিক্ত কাজ করা হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ১ হাজার ৩০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ৫৪ হাজার ৭৫৯ কোটি ৭৯ লাখ টাকা)।