ইসরায়েল-হামাস সংঘর্ষ

এখনো ২০ মার্কিন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যায়নি: মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৩, ০৩:৩২ পিএম

এখনো ২০ মার্কিন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যায়নি: মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

ছবি: সিএনএন

আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত ১৪ জন মার্কিন নাগরিক রয়েছেন। ইসরাইলে অন্তত ২০ মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

বুধবার (১১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইসরাইল-হামাস চলমান সংঘর্ষের মধ্যে অন্তত ২০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তবে এর মধ্যে কেউ হামাসের হাতে বন্দি আছেন কি না জানা যায়নি।

মঙ্গলবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে সুলিভান বলেন, নিখোঁজ আমেরিকানদের সম্পর্কে তথ্য পেতে সরকার ‘সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে’ চেষ্টা করে যাচ্ছে। ভুক্তভোগীদের সমস্ত পরিবারের সাথে সরকার যোগাযোগ করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলায় ইসরাইলে ১৪ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
ব্রিফিংয়ে ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে সুলিভান বলেন, ইসরাইলের জনগণের সাথে মার্কিন জনগণের বন্ধন খুবই গভীর।

শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে হামাসের আকস্মিক রকেট হামলা পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এ ছাড়া ইসরাইলের পাল্টা হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৫০০ জন নারী-পুরুষ-শিশু আহত হয়েছেন।

Link copied!