এবার তৃণমূলের হয়ে লড়বেন ইউসুফ পাঠান

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৪:০৩ পিএম

এবার তৃণমূলের হয়ে লড়বেন ইউসুফ পাঠান

ছবি: সংগৃহীত

আইপিএলে কলকাতার হয়ে খেলতে খেলতে এবার পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে লড়বেন ইউসূফ পাঠান।

রোববার (১০ মার্চ) কলকাতায় জনগর্জন সভায় এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

বলা হচ্ছে, ক্রিকেটার ইউসুফের জন্য তৃণমূলের হয়ে লড়াই খুব একটা সহজ হবে না। কারণ তাকে কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত বহরমপুরের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে যে দুটি আসনে জয় পেয়েছিল, তার একটি ছিল বহরমপুর।

প্রসঙ্গত, কলকাতার হয়ে দুটি আইপিএল জিতেছেন ইউসূফ পাঠান। ছক্কা মারার জন্য বিখ্যাত এই অলরাউন্ডার নির্বাচনেও এই অঞ্চলের মানুষের ভালোবাসা পাবেন বলে আশা তৃণমূল কংগ্রেসের। ২০০৭-২০১২ সাল পর্যন্ত জাতীয় দলে খেলা ইউসূফ ৫৭ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন।

আন্তর্জাতিক ম্যাচ সংখ্যায় অনেক পিছিয়ে থাকলেও দুটি বিশ্বকাপ জেতা স্বল্প সংখ্যক তারকাদের একজন এই অলরাউন্ডার।

Link copied!