বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরপ্রদেশে যোগীদের পেছনে ফেলে শক্ত অবস্থানে আছে বিরোধীরা। একই সময় পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুর একটা ৫৪ মিনিটে এনডিটিভির পোল আপডেট অনুযায়ী এখন পর্যন্ত এনডিএ ২৯৪ ও ইন্ডিয়া জোট ২৩০ ভোট পেয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ৩৬ ও বিজেপি ৩৫ আসনে এগিয়ে আছে। অর্থাৎ ১ আসনের ব্যবধানে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করছে। একই প্রদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস ও রাষ্ট্রীয় লোক দল যথাক্রমে ৬ ও ২ আসনে এগিয়ে আছে।
পশ্চিমবঙ্গে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
দুপুর একটা ৫৫ মিনিটে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আনন্দবাজারের পোল আপডেট অনুযায়ী এখন পর্যন্ত তৃণমূল ৩১, বিজেপি ১০ ও কংগ্রেস ১ আসনে এগিয়ে আছে।