তুরস্কে এরদোগানের দলকে হারিয়ে বিরোধীদের জয়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৪, ০৩:৩২ এএম

তুরস্কে এরদোগানের দলকে হারিয়ে বিরোধীদের জয়ের দাবি

তুরস্কে এরদোগানের দলকে হারিয়ে বিরোধী সমর্থকদের উল্লাস। ছবি: এপি

তুরস্কের আঞ্চলিক নির্বাচনে প্রধান বিরোধী দল ইস্তাম্বুল ও আঙ্কারাতে জয়ের দাবি করেছে। দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল একে পার্টিকে বিপুল ভোটে হারিয়ে জয়ের এই দাবি করেছেন তারা।

নির্বাচনের পর রোববার (৩১ মার্চ) ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালট বাক্সের ভোট গণনা করা হয়েছে। রিপাবলিক্যান পিপলস পার্টি’র (সিএইচপি) মেয়র প্রার্থী ইকরাম এমামগলু বলেন, ‘আমি ক্ষমতাসীন এরদোগানের একে পার্টির প্রার্থীকে ১০ লাখ ভোটে পরাজিত করেছি।’

সাবেক ব্যবসায়ী ইমামগলু নির্বাচনে জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘যারা জাতির বার্তা বুঝতে পারে না তারা হারবেই।’

রাজধানী আঙ্কারাতেও জয় পেয়েছেন সিএইচপির মেয়র প্রার্থী মনসুর ইয়াভাস। বিরোধী দলের বিপরীতে বিপুল ভোটে জয়লাভের দাবি করেছেন তিনি। মনসুর ইয়াভাস বলেন, ‘ভোটের মাধ্যমে ভোটাররা দেশের ক্ষমতাসীন দলকে বার্তা দিয়েছে।’

সূত্র: বিবিসি, রয়টার্স

Link copied!