আসছে বুধবার ক্ষমতা হস্তান্তর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৪, ২০২৩, ০৪:২৫ পিএম

আসছে বুধবার ক্ষমতা হস্তান্তর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সংগৃহীত ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সময় এগিয়ে এনে নতুন তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির তারিখও স্পষ্ট করেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট (বুধবার) ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে,স্থানীয় সময় গেতকাল বৃহস্পতিবার সংসদ সদস্যদের সম্মানে আয়োজিত নৈশ্যভোজে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর তিনি ক্ষমতা হস্তান্তরের তারিখ ঘোষণা করেন। এর আগে ১২ আগস্টের আগেই সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের ওই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। বৈঠকে শাহবাজ শরিফ জানান, আগামী ৯ আগস্ট তিনি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ি,  রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই পত্রে সই করতে হবে। কোনো কারণে রাষ্ট্রপতি ওই পত্রে সই না করলে জাতীয় সংসদ  স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট শেষ হচ্ছে শাহবাজ শরিফের সরকারের বর্তমান পার্লামেন্টের মেয়াদ। সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ে পার্লামেন্ট ভেঙে গেলে ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই যদি পার্লামেন্ট ভেঙে যায় তবে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। এরই ধারাবাহিকতায়, আগামী  ৯ আগস্ট পাকিস্তানের  পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে দেশটিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পার্লামেন্টে ভেঙে দেওয়ার আগে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হতে হবে-এমনটিই পাকিস্তানের সংবিধানে বলা আছে। 

Link copied!