ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং দু`জন ক্রু সদস্য রয়েছেন। শনিবার আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজোনাসের বার্সেলোস অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। উড়োজাহাজটির মালিক প্রতিষ্ঠানের নাম মানাউস অ্যারোট্যাক্সি।
নিহতের সংখ্যা নিশ্চিত করে উইলসন লিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘গত শনিবার বার্সেলোসে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১২ আরোহী এবং দুজন ক্রু নিহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত।’ তিনি বলেন, রাজ্যের উদ্ধারকারী দল কেউ বেঁচে আছে কি না বিষয়টি জানতে এবং সামগ্রিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মিডিয়া রিপোর্টে দেখা যায়, ছোট সাদা প্লেনটি একটি ময়লা স্তূপের ওপর উপুড় হয়ে পড়ে রয়েছে। এর সামনের অংশ পাশের ঘন গাছপালাগুলোর মধ্যে ভেঙে পড়েছে।
প্লেনটি ছিল ইএমবি-১১০ মডেলের। এটি ব্রাজিলিয়ান উড়োজাহাজ নির্মাতা এমব্রেয়ারে তৈরি একটি টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ।
প্লেনটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে।