পাকিস্তানের জাতীয় নির্বাচন

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:৩০ পিএম

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই

শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করবে পিটিআই। ছবি: রয়টার্স

দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সংসদ ভোট জালিয়াতি হয়েছে এই অভিযোগে দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করবে দলটি। 

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ পালনের আহ্বান করেছেন পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। 

বিক্ষোভে জামায়াত-ই-ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) দেশটির অন্যান্য দলগুলোকেও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

পিটিআই চেয়ারম্যান বলেন, আগামী শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদ করবে। সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে; যারা বিশ্বাস করেন যে ম্যান্ডেট পরিবর্তন এবং কারচুপি হয়েছে। এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের ম্যান্ডেট চুরি হতে দেয়া হবে না। 

Link copied!