মঙ্গোলিয়ায় গ্রেপ্তার হতে পারেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩১, ২০২৪, ০৫:৪২ এএম

মঙ্গোলিয়ায় গ্রেপ্তার হতে পারেন পুতিন!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তার এই সফরকে কেন্দ্র করে বিশ্বব্যাপী শুরু হয়েছে নানা আলোচনা। বলা হচ্ছে, আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো কোনও আইসিসির সদস্য দেশে সফরে যাচ্ছেন পুতিন।

পুতিনের মঙ্গোলিয়া সফরের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে আমরা উদ্বিগ্ন নই। মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের চমৎকার যোগাযোগ রয়েছে।”

এর আগে ২০২৩ সালের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইউক্রেনীয় শিশুদের রাশিয়া ও রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলে অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়।

মঙ্গোলিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যভুক্ত দেশ। সেজন্য মঙ্গোলিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গেই পুতিন গ্রেপ্তার হতে পারেন কিনা সেটা নিয়ে চলছে জল্পনা। কারণ রোম চুক্তি অনুযায়ী আইসিসি সদস্যভুক্ত দেশ তাদের ভূমিতে পা রাখলেই সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে বাধ্য। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই অনুযায়ী পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে কোনও দেশকে এই বিষয়ে চাপ দিতে পারেন না আন্তর্জাতিক আদালত।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বিবিসিকে বলেন, “সদস্যভুক্ত দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে।”

এ দিকে পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়াকে আহ্বান জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইউক্রেনীয় পক্ষ আশা করে যে ভ্লাদিমির পুতিন যে একজন যুদ্ধাপরাধী এই সত্য সম্পর্কে সচেতন থাকবে মঙ্গোলিয়া সরকার। আমরা মঙ্গোলীয় কর্তৃপক্ষকে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানাচ্ছি।”

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেনি মঙ্গোলিয়া সরকার। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখের আমন্ত্রণে পুতিন মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে।

Link copied!