কৃষক, কুলির পর এবার ‘কাঠমিস্ত্রি’ হলেন রাহুল গান্ধী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৫:১৬ পিএম

কৃষক, কুলির পর এবার ‘কাঠমিস্ত্রি’ হলেন রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী কাঠমিস্ত্রির কাজ করছেন। ছবি: টুইটার থেকে নেওয়া

কৃষক, কুলির পর এবার কাঠমিস্ত্রির ভূমিকায় ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একেবারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে নেমে কাঠমিস্ত্রির ভূমিকায় দেখা গেল তাঁকে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) দিল্লির কীর্তিনগরের এক আসবাবপত্রের দোকানে পৌঁছে গিয়েছিলেন সোনিয়াপুত্র। সেখানেই কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, নিজের হাতে করাতও তুলে নেন। কাঠ কাটেন। এককথায় কর্মীদেরই অন্যতম হয়ে ওঠার চেষ্টা করেন রাহুল।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাহুলের সেই সব ছবি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবপত্রের বাজারে গিয়েছিলাম। সেখানে মিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করি। শুধু পরিশ্রমীই নন, এই কর্মীরা ভালো শিল্পীও বটে। নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয়। অনেকক্ষণ কথা বললাম। তাদের কাজ শেখা ও করার চেষ্টাও করলাম।

এর আগেও রাহুল গান্ধী সাধারণ ও শ্রমজীবী মানুষের কাতারে গিয়ে তাদের সঙ্গে কাজ করেছেন। গত আগস্টে তিনি আজাদপুর মান্ডিতে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে সবজি বিক্রি করেছেন এবং তাঁদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। সে সময় রাহুলের সঙ্গে একজন সবজিবিক্রেতার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এ ছাড়া সম্প্রতি বিহারের রেলস্টেশনে কুলিদের সঙ্গেও মাথায় করে মালামাল বহন করেছেন রাহুল গান্ধী।

Link copied!