সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের জবাবে এবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অধিকৃত শেবা এলাকায় অবস্থিত ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
শুক্রবার (২৯ মার্চ) জিবদিন ব্যারাকে এ হামলা করা হয়। একই সময় ব্যারাকে এসে বৃষ্টির মতো পড়তে থাকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। এভাবে দুইবার হামলা করেছে হিজবুল্লাহ।
এর আগে আলেপ্পোতে ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে পাঁচজন হিজবুল্লাহ যোদ্ধা ছিলেন। এর জবাবেই এবার হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। সরাসরি এই হামলা চালানো হয়েছিল।
সীমান্তে একের পর এক ইসরায়েলি হামলার পর সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
সূত্র: হিন্দুন্তান টাইমস