মিয়ানমারে আরও একটি শহর দখলে নিলো বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৪, ০১:৪২ পিএম

মিয়ানমারে আরও একটি শহর দখলে নিলো বিদ্রোহীরা

ছবি: ভয়েস অব আমেরিকা

মিয়ানমারের গুরুত্বপূর্ণ আরও একটি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা।

বুধবার (১০ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা ও যোদ্ধা বাহিনীর প্রধান জেনারেল তার ভোনে কিয়াও। তিনি জানান, মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের সম্পূর্ণরূপে হটিয়ে গত শুক্রবার শহরটি টিএনএলএ দখলে নিয়েছে।

মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী একটি প্রদেশের নাম শান। এর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নাউংছো। দুই দেশের মধ্যকার বেশির ভাগ বাণিজ্য এই শহরের মাধ্যমেই হয়ে থাকে। এ ছাড়া ওই শহরে মিয়ানমারের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য একটি অভিজাত প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। শহরটি থেকে শান প্রদেশের রাজধানী তাউঙ্গির দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার।

প্রতিক্রিয়া জানতে ক্ষমতাসীন জান্তার মুখপাত্রদের সঙ্গে এএফপি যোগাযোগের চেষ্টা করলেও এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন তারা।

গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করে তিনটি বিদ্রোহী গোষ্ঠী। যুদ্ধে সাফল্যও পাচ্ছে বিদ্রোহীরা। গত ৭ মাসে বিদ্রোহীদের কাছে দেশের এক-পঞ্চমাংশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা।

Link copied!