পাকিস্তানের নির্বাচনে জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২১৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাকি আছে ৪৮টি আসন।
এরমধ্যে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৮৮টি আসন। আর নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন (পিএমএলএন) জয় পেয়েছে ৬১টি আসনে। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫০টি আসন।
আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কারাগারে বন্দ্বি সাজাপ্রাপ্ত ইমরান খান নির্বাচনে প্রার্থিতা করতে পারেননি। এছাড়া তার দলকেও নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ব্যবহারের সুযোগ দেয়া হয়নি। ফলে ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। বিভিন্ন প্রতীকে নির্বাচনে লড়েও তারা বাজিমাত করেছে।
অন্যদিকে, নির্বাচনের ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা দিক থেকে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ভোট গণনা শুরু হলেও স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২৬৫টি আসনের মধ্যে মাত্র ১০৬টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। তাছাড়া প্রথম দিকে যেসব প্রার্থী অনেক বড় ব্যবধানে এগিয়ে ছিলেন এখন শেষ দিকে দেখা যাচ্ছে তারা হেরে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোটগ্রহণ হয়। আর ৬০ আসন সংরক্ষিত নারীদের জন্য ও ১০ টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।