আবারও নিজেদের বিমানই গুলি করে নামাল রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২৩, ১০:২৮ পিএম

আবারও নিজেদের বিমানই গুলি করে নামাল রাশিয়া

নিজেদেরই অত্যাধুনিক সুখোই-৩৫ (Sukhoi-35) বিমান গুলি করে নামাল রাশিয়ান সেনা।

অনবরত লড়াই আর অপ্রত্যাশিত রক্তক্ষরণে খানিকটা হতাশ এবং ক্লান্ত পুতিন বাহিনী। ইউক্রেনকে বশে আনতে হিমশিম খাচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে নিজেদেরই অত্যাধুনিক সুখোই-৩৫ (Sukhoi-35)  বিমান গুলি করে নামাল রাশিয়ান সেনা। 

এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের সংবাদমাধ্যম Nexta। ভিডিও দেখা যায়,  দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ওঠার  সাথে সাথে মারিউপোলের কাছে একটি মাঠে জ্বলতে থাকা বিমানের ধ্বংসাবশেষ।

মারিউপোলে সুখোই-৩৫ জেট বিধ্বস্তের ঘটনায় রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি। যদি নিশ্চিত করে, তবে এটি হবে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা যে মস্কো তার নিজস্ব সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে।
মিত্র বাহিনীর হামলার এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও নিজেদের বিমানই গুলি করে নামানোর ঘটনা ঘটিয়েছে রাশিয়া। ২৯ সেপ্টেম্বর জাপরজাই অঞ্চলের কাছে টকমাক শহরে রুশ বিমানসেনার একটি সুখোই-৩৫ ধ্বংস হয়ে যায় রুশ বাহিনীর এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছুটে আসা একটি ক্ষেপণাস্ত্রে। ওই ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।

একটি টেলিগ্রাম চ্যানেলে মিলিটারি ইনফরম্যান্ট বলেছেন, "অন্য একটি বিমান এয়ার ডিফেন্স ফায়ার থেকে হারিয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, এবার পাইলট বেঁচে গেছেন।"

উল্লেখ্য, সুখোই-৩৫ হলো একটি সুপারম্যানেউভারেবল এয়ার সুপিরিওরিটি ফাইটার যা শত্রুপক্ষের অন্যান্য বিমানের সাথে ডগফাইট করতে এবং মাটিতে ও সমুদ্রে উভয় লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।

Link copied!