রুশ মিলিটারিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে: বিবিসি

বিবিসি

এপ্রিল ১৭, ২০২৪, ১০:৪৮ এএম

রুশ মিলিটারিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে: বিবিসি

ছবি: বিবিসি

চলমান ইউক্রেন যুদ্ধে রুশ মিলিটারি বাহিনীর নিহত সদস্যদের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার (১৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে বিষয়টি উঠে এসেছে। এই সংখ্যা ৫০ হাজার ৪৭১।

বিষয়টি নিয়ে মস্কো কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মস্কোর স্থানীয় সময় ভোর ছয়টার দিকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৩ এপ্রিল একটি মার্কিন রেডিওকে ইউক্রেনের সামরিক বাহিনী সূত্র জানায়, রাশিয়ার মিলিটারি বাহিনীর ৪ লাখ ৫১ হাজার ৭৩০ সদস্য হতাহত হয়েছেন। এদিকে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা বলছে, হতাহতের এই সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সবশেষ ইউক্রেনে নিহতের সংখ্যা প্রায় ৮৫ হাজার।

Link copied!