ইউক্রেনের সামুদ্রিক ডোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ০৯:৫৪ এএম

ইউক্রেনের সামুদ্রিক ডোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

সংগৃহীত ছবি

কৃষ্ণ সাগরে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ মেরিটাইম কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। নেভাল ড্রোন বা সামুদ্রিক ড্রোন হল ছোট মনুষ্যবিহীন জাহাজ যা পানির পৃষ্ঠের ওপর বা নীচ দিয়ে কাজ করে

ইউক্রেনের  একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগরে রাশিয়ার নোভোরস্কি বন্দরের কাছে এই হামলা হয়েছে। রাশিয়ার রপ্তানি কার্যক্রমের জন্য এই বন্দর বেশ গুরুত্ব বহন করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নোভোরস্কি বন্দরের কাছে একটি নৌ ঘাঁটি লক্ষ্য করে ইউক্রেন দুটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালায়, তবে ওই হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

বেশ কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার বলেছেন, ক্রিমিয়ান সেতুর কাছে একটি রাশিয়ান তেল ট্যাংকার ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার শিকার হয়েছে। তারা বলছেন, কাছাকাছি উপকূলীয় গ্রামের বাসিন্দারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন।

অন্যদিকে, ইউক্রেনিয় একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে,একটি ড্রোন ওলেনেগরস্কি গরনিয়াক নামে রুশ একটি যুদ্ধজাহাজে আঘাত করেছে এবং ওই জাহাজটিকে এখন আর যুদ্ধের জন্য ব্যবহার কর যাবে না। ইউক্রেনের সাগরতীরে রাশিয়ার সেনা ও সামরিক সরঞ্জাম নামানোর কাজে এই যুদ্ধজাহাজটি কাজ করছিল।

Link copied!