মার্চ ৩, ২০২৪, ০১:৪৪ পিএম
ভারত থেকে নেপাল যাবার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক স্প্যানিশ নারী পর্যটক। ভারতের ঝাড়খন্ডে গত শুক্রবার এ ঘটনা ঘটে। কিছুদিন আগেই বাংলাদেশ ও পাকিস্তানে নিরাপদে ভ্রমন করে যান তিনি। ভারতীয় গনমাধ্যমের বরাতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে এশিয়া ভ্রমণে বের হয়েছিলেন স্পেনের ওই নারী। কিন্তু পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন তিনি।
জানা গেছে, অন্তত সাতজন মিলে সেই নারী পর্যটককে ধর্ষণ করে। অভিযুক্তদের মাঝে তিনজনকে গতকাল (শনিবার) গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার স্প্যানিশ ঐ পর্যটক দম্পতি মোটরসাইকেলে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পথে রাতে জেলার হান্সদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে গণধর্ষণের শিকার হন ওই নারী। এসময় ওই দম্পতিকে মারধরও করা হয়।
দুমকার পুলিশ সুপার পিতাম্বর সিং খায়েরওয়ার বলেন, ‘ওই দম্পতি পশ্চিমবঙ্গ থেকে আসার পর ঝাড়খণ্ডের দিয়ে নেপালের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা হওয়ায় তারা বিশ্রাম নিতে থামেন এবং দুমকার কুঞ্জি গ্রামে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেন। নেপাল যাত্রায় তাদের বিহারের ভাগলপুর যাওয়ার কথা ছিল। পরে রাতে টহল পুলিশ ওই নারী ও তার স্বামীকে প্রধান সড়ক থেকে উদ্ধার করে।’
তিনি আরও জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরও নিয়োগ করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। মামলার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্পেনের ঐ পর্যটক এখন সরিয়াহাট কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি) একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে এ ঘটনার সংবাদ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে দেশটি জুড়ে সমালোচনার ঝড় ওঠে।