যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে সেভ দ্য চিলড্রেনের গাজা টিম

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৬:০০ পিএম

যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে সেভ দ্য চিলড্রেনের গাজা টিম

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি সেনার বোমা বর্ষণের কারণে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে ‘সেভ দ্য চিলড্রেন’ এর গাজা টিম।

শনিবার (১৬ ডিসেম্বর) সংস্থাটি বলেন, ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা গাজায় দলের সাথে যোগাযোগ করতে পারছে না।

সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিন বিষয়ক পরিচালক জেসন লি বলেন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্ম (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, গাজায় এটাই তাদের দীর্ঘতম যোগাযোগ বিচ্ছিন্নতা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে গাজায় কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না।

তিনি এটাকে সমষ্টিগত শাস্তি বলে উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের দলের সাথে যোগাযোগ করতে পারছি না এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কেও জানতে পারছি না। সেখানে সহায়তার প্রয়োজন বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে।’

ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল বোমা হামলা চালিয়েছে, অবরুদ্ধ করেছে এবং বর্বরোচিত স্থলাভিযান চালিয়েছে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস বাহিনীর ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে  এ হামলা চালানো শুরু করে ইসরায়েল।

হামাস–ইসরায়েল যুদ্ধে অন্তত ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এতে আহতের সংখ্যাও ৫১ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয় এবং এখন পর্যন্ত ১৩০ জন গাজায় জিম্মি অবস্থায় রয়েছে।

Link copied!