ডিসেম্বর ২৮, ২০২৩, ০১:০৬ পিএম
পাকিস্তানের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন এক হিন্দু নারী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার সাভেরা পারকাশ আসন্ন সাধারণ নির্বাচনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাভেরা পারকাশ নামের এই নারী পেশায় চিকিৎসক।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে তিনি প্রার্থী হয়েছেন সেখানকার নির্বাচনী আসন পিকে-২৫ থেকে। সাভেরা আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পিপিপির বুনেরা জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদক।
সরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত সেবা ব্যবস্থা, অসহায়ত্ব তাকে এই নির্বাচনে লড়ার প্রত্যয় যুগিয়েছে বলে জানান তিনি। আশা করেন নির্বাচিত হলে সরকারি স্বাস্থ্যখাতে পরিবর্তনের জোর চেষ্টা চালাবেন। তাই ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পিপিপি জুলফিকার আলি ভুট্টোর প্রতিষ্ঠিত দল। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বে আছেন তার মেয়ে বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।