প্রতীকী ছবি
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে।
শনিবার (২৫ মে) ভারতীয় সময় সকাল সাতটা থেকে দেশটির ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। এই দফায় ৮৮৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে আছেন পোড়খাওয়া রাজনীতিবিদ থেকে শুরু করে একাধিক তারকা প্রার্থীরাও। ষষ্ঠ দফায় সবচেয়ে ধনী প্রার্থী হলেন বিজেপির নবীন জিন্দাল। শিল্পপতি নবীন জিন্দালের সম্পত্তির পরিমাণ ১ হাজার ২৪১ কোটি রুপি। এবার বিজেপির টিকিটে কুরুক্ষেত্র থেকে লড়ছেন তিনি।
বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী (সুলতানপুর), বিজেপি প্রার্থী বাঁশুরী স্বরাজ (নয়া দিল্লি), বিজেপি প্রার্থী ভোজপুরি অভিনেতা ও গায়ক মনোজ তিওয়ারি (নর্থ-ইস্ট দিল্লি), কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার (নর্থ-ইস্ট দিল্লি), তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব (ঘাটাল), বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (তমলুক), বিজেপি প্রার্থী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার (বাঁকুড়া), জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট প্রধান মেহেবুবা মুফতি (অনন্তনাগ-রাজৌরি), বিজেপি প্রার্থী হরিয়ানা সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (কারনাল), সম্প্রতি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া বিশিষ্ট শিল্পপতি নবীন জিন্দাল (কুরুক্ষেত্র), কংগ্রেস নেতা ও টলিউড অভিনেতা রাজবাব্বর (গুরগাঁও) এবং বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (সম্বলপুর) এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ১৩ লাখ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ, নারী ভোটার ৫ কোটি ২৯ লাখ, তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৫ হাজার ১২০ জন। এই দফায় পশ্চিমবঙ্গের ৮ আসনে ভোট নেওয়া হচ্ছে। এগুলো হলো তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর। এরমধ্যে তমলুক, কাঁথি ও ঘাটাল-এই ৩ আসন আছে তৃণমূলের, বাকিগুলো বিজেপির দখলে।
এদিকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে দেশবাসীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বিকশিত হয় যখন জনগণ নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হয়।”
ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে এরই মধ্যে প্রথম ৫ দফায় ৪২৮ আসনে ভোট নেওয়া হয়েছে। ৭ দফার ভোটে সপ্তম ও শেষ দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে আগামী ১ জুন। গণনা ও ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।