তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১, ২০২৩, ১০:২৯ পিএম

তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা

ছবি: রয়টার্স

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে হামলাকারীদের একজন নিহত হয়েছেন। হামলার চেষ্টাকারী আরেকজনকে ঠেকিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।  

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের কাছে হামলার জন্য দুই ব্যক্তি দায়ী। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালিয়েছে এবং অপর একজনকে হামলা চালানো থেকে প্রতিহত করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে, স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এছাড়া এখনো পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।

Link copied!