অ্যাপ সম্পর্কিত অপরাধে পরোয়ানার ভিত্তিতে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরভকে (৩৯) ফ্রান্সের প্যারিসে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ।
ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানায়, শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট বিমানযোগে লো বোর্গেট বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। রুশ বংশোদ্ভূত পাভেল দুরভকে টেলিগ্রামের অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
রুশ সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়, টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তারের ঘটনায় প্যারিসে নিযুক্ত রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিকভাবে তারা পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছে।
এর আগে ২০১৮ সালে অ্যাপটির তথ্যভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জেরে টেলিগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ২০২১ সালে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান