কথায় বলে, বয়স একটা সংখ্যা ছাড়া কিছু নয়। একথা আবারও প্রমাণ করলেন ১০৪ বছরের এই নারী। বিমান থেকে স্কাইডাইভিং করে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। বলা হচ্ছে, তিনিই হবেন স্কাইডাইভিং করা বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী। এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে প্রায় ৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অটোয়ায় মাটি স্পর্শ করে রেকর্ড গড়েন ১০৪ বছর বয়সী নারী ডরোথি হফনার। মাটি স্পর্শ করে তিনি বললেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হাফনারের এই অসাধ্য সাধনকে রেকর্ড হিসেবে প্রত্যয়িত করার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এর আগে ২০২২ সালের মে মাসে বয়স্ক নারী হিসেবে স্কাইডাইভিং করেন সুইডেনের লিনিয়া ইনগেগার্ড লারসন। তাঁর বয়স ছিল ১০৩ বছর। ফলে এবার এ তালিকায় নাম লেখালেন ১০৪ বছর বয়সী ডরোথি হফনার।
হফনার জানান, প্রথম স্কাইডাইভ করেছিলেন যখন তাঁর বয়স ছিল ১০০। এবার তিনি ১৩ হাজার ৫০০ ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়েন। ডাইভটি ছিল সাত মিনিটের।
নামার পর বন্ধুরা তাঁকে অভিনন্দন জানাতে ছুটে আসে। তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাটিতে ফেরার পর কেমন লাগছে। হফনার বলেন, ‘পুরো জিনিসটি আনন্দদায়ক, বিস্ময়কর, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
এখানেই থেমে থাকতে চান না হফনার। আগামী ডিসেম্বর তারঁ ১০৫ বছর পূর্ণ হবে। তখন তিনি হট এয়ার বেলুন থেকে স্কাইডাইভ করার আগ্রহ প্রকাশ করেছেন। এটাও তাঁর স্বপ্নের মধ্যে একটি বলে জানিয়েছেন।