দার্জিলিংয়ে ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৫, আহত অন্তত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২৪, ১০:৪০ এএম

দার্জিলিংয়ে ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৫, আহত অন্তত ৬০

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

সোমবার (১৭ জুন) সকালে দার্জিলিং জেলার জলপাইগুড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে দুইলাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক্স পোস্টে বলেন, “চিকিৎসক ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে বলে জানা গেছে। উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য ঘটনাস্থলে কাজ শুরু হয়েছে।”

Link copied!