ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
সোমবার (১৭ জুন) সকালে দার্জিলিং জেলার জলপাইগুড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে দুইলাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক্স পোস্টে বলেন, “চিকিৎসক ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে বলে জানা গেছে। উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য ঘটনাস্থলে কাজ শুরু হয়েছে।”