যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে এবার তোপ দেগেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হওয়ার পর প্রথম সমাবেশেই কমলাকে ধুয়ে দিয়েছেন তিনি। এ সময় কমলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থী পাগল’ হিসেবেও অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার (২৫ জুলাই) উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে অবস্থান নিয়েছেন ও শিশুদের ‘মৃত্যুদণ্ডে’র পক্ষে ছিলেন।
সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটা আমরা হতে দেবো না।”
এদিকে সমাবেশে কমলা হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সমালোচনার সম্মুখীন করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আবারও নির্বাচন না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পর কমলা হ্যারিসকে (৫৯) সমর্থন দিয়ে প্রচারাভিযানে নেমে এমন আক্রমণাত্মক মন্তব্য করে বসলেন ডোনাল্ড ট্রাম্প।