ইউক্রেনে দুটি বিমানের সংঘর্ষ; ‘জুস’সহ ৩ পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৭, ২০২৩, ০৩:৫৫ পিএম

ইউক্রেনে দুটি বিমানের সংঘর্ষ; ‘জুস’সহ ৩ পাইলটের মৃত্যু

সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে মাঝ আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষে যুদ্ধবিমানের এক পাইলটসহ তিন পাইলট নিহত হয়েছেন।

শনিবার দেশটির বিমানবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

নিহতদের মধ্যে ‘জুস’ নামে পরিচিত খ্যাতনামা একজন পাইলট রয়েছেন।

এদিকে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলটের এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনেকে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা শুরু করা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত পাইলটদের একজনের নাম আন্দ্রি পিলশচিকভ। তিনি জুস নামে পরিচিত ছিলেন। তরুণ এই পাইলট খুবই চৌকস ছিলেন। তিনি ইউক্রেনের আকাশে এফ-১৬-এস ওড়ানোর স্বপ্ন দেখতেন।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

প্রাথমিক তদন্তে জানা যায়, উড্ডয়নের সময় তারা যথাযথ নিয়ম অনুসরণ করেনি। শুক্রবার ইউক্রেনের জাইটোমির ওব্লাস্টে বিমান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমে ১০০ কিলোমিটার দূরে এর অবস্থান।

ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভিডিওবার্তায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা ইউক্রেনের আকাশ শত্রুদের হাত থেকে রক্ষায় কাজ করেছেন আমরা তাদের ভুলব না।

Link copied!