রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদঝা শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ওলেকস্যান্দোর সির্স্ককির উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেন, “ইউক্রেন সৈন্যরা ওই শহরে ঘাঁটি তৈরি করেছে। শহরটিতে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করত।”
শহটির নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে জেলেনস্কির বিবৃতি নিয়ে এখনও কিছু বলেনি মস্কো কর্তৃপক্ষ। তবে গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী অন্যান্য কমিউনিটির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তবে বুধবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের শহর দখলের বিষয়টি অস্বীকার করেছে।
রুশ সেনাবাহিনীর মেজর জেনারেল এপ্টি আলাউদিনওভের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, সুদঝা শহরে রুশ বাহিনী শত্রুদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। শত্রু বাহিনী পুরোপুরি সুদঝা শহর নিয়ন্ত্রণে নিতে পারেনি।
এর আগে সুদঝা থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত গ্লুশকোভো অঞ্চলটি খালি করার নির্দেশ দেন কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্স স্মিরনভ। এদিকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের পরই কিয়েভ বাহিনী ওই অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করে। মস্কো কর্তৃপক্ষ জানায়, তারা কুরস্ক রাজ্য থেকে এরই মধ্যে ১ লাখ ২০ হাজার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি জানান, কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার স্কয়ার কিলোমিটার দখল করেছে ইউক্রেন বাহিনী।
সূত্র: দ্য গার্ডিয়ান