সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৩:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে। এরপর তারা আর পাল্টা আক্রমণ চালাতে পারবে না। কারণ তখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যুদ্ধযান, ভারী ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহন করা অসম্ভব হয়ে পড়বে।
ব্রিটিশ সংবাদ বিবিসির সঙ্গে রবিবার (১০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে মার্কিন শীর্ষ জেনারেল স্বীকার করেছেন, পাল্টা আক্রমণ নিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সে অনুযায়ী কিছু হয়নি। তবে তিনি বলেছেন, ‘এখনো শক্তিশালী লড়াই চলছে। ধীরগতিতে ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।’
মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ‘রণক্ষেত্রে যুদ্ধ এখনো শেষ হয়নি...তারা (ইউক্রেনীয়রা) এখনো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, যা এত দিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। পরে চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেন সেই হারানো ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও দেশটি এখনো সেই অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।