মার্কিন সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে ইউক্রেন। ইউনাইটেড২৪ নামে একটি রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ‘হামলার পরিধি আরও বাড়িয়েছে রাশিয়া। মস্কোর সেনারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্ষণ অব্যাহত রাখলে, দ্রুতই শেষ হয়ে যাবে এই ভাণ্ডার।’
প্রসঙ্গত, রাশিয়া সীমান্তবর্তী চেরনিহিভ অঞ্চলে জেলেনস্কির সাক্ষাৎকারের তার ওই ভিডিও ধারণ করা হয়।
রাশিয়ার হামলা অব্যাহত থাকলে আরও একাধিক অঞ্চল হাতছাড়া হয়ে যেতে পারে বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘রাশিয়া পুরো ইউক্রেনকেই গিলে ফেলতে চায়। সেই কারণে আমি মনে করছি, এটাই উপযুক্ত সময় মার্কিন কংগ্রেসের সহায়তা চাওয়ার। নয়তো ইউক্রেন হাতছাড়া হয়ে যাবে।’
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন যদি হেরে যায় তাহলে ইউরোপের অন্যান্য দেশেও আক্রমণ চালাবে রাশিয়া। ধীরে ধীরে মার্কিন ও ন্যাটোর কর্তৃত্ব খর্ব হয়ে যাবে। কেননা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে রাশিয়া।’
সাক্ষাৎকারে মার্কিন কংগ্রেসে কিয়েভের জন্য বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন পাওয়ারও আশাবাদ জানিয়েছেন জেলেনস্কি। ঋণ হিসেবে নেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে এক কথায় তিনি জবাব দেন, ‘যেকোনো শর্তেই আমরা রাজি।’
সূত্র: দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট