হামাসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২৪, ১১:৩৮ এএম

হামাসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাতিসংঘের

সংগৃহীত ছবি

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের একটি দল। মঙ্গলবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম-বিবিসি এ খবর জানিয়েছে।

হামাসের যৌন হয়রানির অভিযোগ তদন্তের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের প্রতিনিধি প্রমিলা প্যাটেন। তিনি বলেন, ৭ অক্টোবরের হামলার পর হামাস যাদের জিম্মি করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে যৌন হয়রানির বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে।

তবে হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। সংগঠনটি বলছে, ৭ অক্টোবরের হামলায় কোনো ইসরায়েলি নারীকে ধর্ষণ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর সময় বিভিন্ন স্থানে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এরকম তিনটি স্থানের কথা উল্লেখ করেছেন তারা। এগুলো হলো-নোভা মিউজিক উৎসব, রোড ২৩২ এবং কিব্বুত রিউম।  

প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের দ্বারা যৌন হয়রানির শিকার নারীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানায় দলটি। কিন্তু তারা কারো সাক্ষাৎকার নিতে পারেননি। এছাড়া কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে পারেননি।

তবে তারা স্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছেন যে, ধর্ষণ, যৌন নির্যাতন, জিম্মিদের বিরুদ্ধে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণসহ যৌন সহিংসতা করা হয়েছে। এখনও বন্দিদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা আরও চলতে পারে বলে ধারণা করছেন তারা।

Link copied!