মার্চ ২৮, ২০২৪, ১১:১০ এএম
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক বিশেষজ্ঞ বলেছেন, তার বিশ্বাস গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এরপরই তিনি হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। বুধবার জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ এই অভিযোগ করেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফ্রান্সেস্কার উপস্থাপন করা প্রতিবেদনের শিরোনাম ‘এনাটমি অব জেনোসাইড’। এ প্রতিবেদনকে চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে তার কাজের কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে আলবেনিজ বলেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতার প্রয়োজন বলে মনে করিনি। চাপ? হ্যাঁ, রয়েছে তবে এটি আমার প্রতিশ্রুতি বা কাজে ধরনের পরিবর্তন আনতে পারবে না।’
ফ্রান্সেস্কা ২০২২ সাল থেকে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।