ইউক্রেনে পশ্চিমা সেনারা হবে ‘বৈধ নিশানা’, পুতিনের হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৩৯ পিএম

ইউক্রেনে পশ্চিমা সেনারা হবে ‘বৈধ নিশানা’, পুতিনের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করলে তারা রাশিয়ার ‘বৈধ নিশানায়’ পরিণত হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দিতে অঙ্গীকার করেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এমনটা বলার পরদিনই পুতিন এ কথা বললেন।

যুদ্ধ শেষ হওয়ার পরপরই পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী ইউক্রেইনের স্থল, সমুদ্র ও আকাশে মোতায়েন হবে, বৃহস্পতিবার ম্যাখোঁ এমনটাও বলেছিলেন।

“কিছু সেনা যদি সেখানে হাজির হয়, বিশেষ করে এখন, সামরিক অভিযান চলাকালে, তাহলে আমরা ধরে নেবো, নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের বৈধ টার্গেট,” ভ্লাদিভস্তকে এক অর্থনৈতিক ফোরামে পুতিন এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মস্কোর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর অন্যতম লক্ষ্যই ছিল- নেটো যেন কিইভকে সদস্য বানিয়ে ইউক্রেইনে তাদের সেনা মোতায়েন করতে না পারে তা নিশ্চিত করা।

“আর যদি শান্তির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়, দীর্ঘমেয়াদী শান্তি, তাহলে ইউক্রেনের ভূখণ্ডে (অন্য দেশের সেনা) উপস্থিতির কোনো কারণই দেখি না আমি। এটাই শেষ কথা,” বলেছেন পুতিন। 

Link copied!