বিএসএফ প্রধানকে কেন সরিয়ে দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ০৭:০৭ এএম

বিএসএফ প্রধানকে কেন সরিয়ে দিলো ভারত

নিতিন আগারওয়াল

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা বাড়তে থাকায় বিএসএফ প্রধান ও উপ-প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিএসএফ মহাপরিচালক নিতিন আগরওয়াল ও তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে ‘তাৎক্ষণিকভাবে’ তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

দীর্ঘদিন ধরেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সবশেষ ২১ জুলাই পর্যন্ত তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে ১৪ জন বেসামরিক ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের প্রাণহানি হয়েছে।

জানা গেছে, নিতিন আগরওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার হিসেবে যোগদান করেন। অন্যদিকে ওয়াই বি খুরানিয়া ওড়িশা ১৯৯০ ব্যাচের অফিসার হিসেবে যোগদান করেন।

গত বছর জুনে বিএসএফ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান নিতিন আগরওয়াল। এ ছাড়া খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতের মন্ত্রিসভার নিয়োগ কমিটির জারি করা পৃথক আদেশে বলা হয়, ‘মেয়াদ শেষের আগেই’ তাদের প্রত্যাহার করা হচ্ছে এবং সেটা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে।

একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায়ই সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুতির মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নিতিন আগরওয়ালের বিরুদ্ধে প্রধান অভিযোগ, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বয় দক্ষতা দেখাতে পারেননি তিনি।

সূত্র: দ্য হিন্দু

Link copied!