অং সান সু চির আরও ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০৫:৫০ পিএম

অং সান সু চির আরও ৪ বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আরও ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর আগে প্রথম মামলায় চার বছরের কারাদণ্ড  দেয় জান্তা সরকারেরে আদালত।

স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) অবৈধ ওয়াকিটকি রাখাসহ আরও বেশ কয়েকটি অভিযোগে জান্তাশাসিত দেশটির একটি আদালত সু চির বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন।

এর আগে,উসকানি দেওয়া এবং কোভিড-১৯ নিয়ম ভঙ্গ করার মামলায় সু চিকে গত বছরের ৬ ডিসেম্বর প্রথম বারের মতো চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তার মধ্যে দ্বিতীয় মামলার রায় ঘোষণা হলো।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তারপর সামরিক আইন জারি করে জান্তা প্রধানের দায়িত্ব নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

Link copied!