অবশেষে টিকা বিরোধী শিল্পীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২০, ২০২২, ০৩:০৬ পিএম

অবশেষে টিকা বিরোধী শিল্পীর মৃত্যু

হানা হোরকা চেক প্রজাতন্ত্রের লোকসংগীত শিল্পী। দেশটির পুরোনো লোকগানের দলগুলোর অন্যতম ‘অ্যাসোন্যান্সের’ সদস্য তিনি। তার স্বামী ও ছেলে করোনায় আক্রান্ত হলে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। কিন্তু এতে পাত্তা দেননি তিনি। স্বামী ও ছেলে করোনার টিকা নিলেও তিনি ছিলেন টিকা বিরোধী। অবশেষে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী এই সংগীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন, তিনি করোনা থেকে সেরে উঠছেন। কিন্তু এই পোস্ট দেওয়ার দুদিন পর মারা গেলেন তিনি।

রেক বলেন, “আমরা করোনায় আক্রান্ত হওয়ার পর মার অন্তত এক সপ্তাহ আইসোলেশনে থাকা উচিত ছিল। উল্টো তিনি সব সময় আমার সঙ্গে থেকেছেন।”

গত রোববার হানা মারা যান। এর আগে তিনি বলেছিলেন, তিনি এখন ভালো বোধ করছেন। হাঁটতেও বের হয়েছিলেন তিনি। কিন্তু একটু পরে ফিরে আসেন। তখন তাঁর খারাপ লাগছিল। শুয়ে পড়েছিলেন তিনি। এর ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান।

Link copied!