মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের হাতে বন্দী নেতা অং সান সু চি, তার দল এনএলডি সম্পর্কে বলেছেন, ‘যতদিন জনগণ থাকবে, ততদিন দল থাকবে।’ গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যত্থানের দিন গ্রেপ্তার হওয়ার পর সোমবার (২৪ মে) এই প্রথম তার কোনো বক্তব্য প্রকাশিত হলো।
বন্দী হওয়ার পর আদালতের প্রথম উপস্থিতিতে এই নোবেল জয়ী রাজনীতিক তার আইনজীবীকে বলেন, যতদিন জনগণ থাকবে, ততদিন তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) থাকবে।
তার আইনজীবী দলের প্রধান খিন মং জো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সু চির সঙ্গে আমাদের ৩০ মিনিটের বৈঠক হয়েছে। তিনি শারিরীকভাবে ‘সুস্থ এবং পুরোপুরি আত্মবিশ্বাসী’ আছেন। তবে,বন্দী থাকা অবস্থায় এতদিন তাকে কোনও সংবাদপত্র পড়তে দেওয়া হয়নি। তবে বাইরে যা হচ্ছে তিনি তার কিছুটা অনুমান করছিলেন।
আইনজীবী খিন মং জো বলেন, ‘তিনি (সু চি) তার জনগণের সুস্থতা কামনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এনএলডি ততদিন থাকবে যতদিন জনগণ থাকবে, কারণ এটি জনগণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।’
মং জো আরও জানান, সু চির পরবর্তী শুনানি হবে ৭ জুন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টের সঙ্গেও সোমবার তার সাক্ষাৎ হয়েছে।
সম্প্রতি জান্তা সরকারের নিযুক্ত নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে এনএলডিকে বিলুপ্ত করা হবে।
সু চিকে আদালতে নেয়া উপলক্ষে রাজধানী নেপিদোতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালতে যাওয়ার রাস্তা পুলিশের ট্রাক দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল।
তার বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে গত নির্বাচনে করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ করা এবং অবৈধভাবে ওয়াকি-টকি রাখা। এছাড়া তার বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেও অভিযোগ দায়ের করা হয়েছে। যতগুলো অভিযোগ সু চির বিরুদ্ধে আনা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে গুরুতর।
সূত্র: এএফপি,রয়টার্স।