আইএমএফের শর্ত ‘অকল্পনীয়’, তবুও মেনে নিতে হবে: শেহবাজ শরীফ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০২:৩০ এএম

আইএমএফের শর্ত ‘অকল্পনীয়’, তবুও মেনে নিতে হবে: শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ} যেসব শর্ত দিয়েছে তা অকল্পনীয়। তবে এরপরও পাকিস্তানকে সেসব শর্ত মেনে নিতে হবে।

আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শেহবাজ বলেছেন, ‘আমি বিশদে যাব না তবে শুধু বলব যে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। আইএমএফের সাথে আমাদের যেসব শর্তে একমত হতে হবে তা কল্পনার বাইরে। তবে আমাদের শর্তগুলো মেনে নিতে হবে।’

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার জানিয়েছে, বর্তমানে তাদের কাছে বিদেশি রিজার্ভ আছে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার। যা দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানীব্যয় মেটানো যাবে। ফলে এখন অতি জরুরি পণ্য ওষুধ ও খাদ্য  ছাড়া অন্য কোনো পণ্য আমদানি করতে এলসি দিচ্ছে না দেশটির সরকার। আর এ কারণে করাচি বন্দরে পড়ে আছে হাজার হাজার কন্টেইনার।

এদিকে আইএমএফ পাকিস্তান সরকারকে শর্ত দিয়েছে ঋণ পেতে হলে সবক্ষেত্রে কর বৃদ্ধি করতে হবে, জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হবে, ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে।

Link copied!