জানুয়ারি ১৭, ২০২৩, ০৩:২৬ পিএম
পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট লতিফ আফ্রিদিকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। সোমবার পেশোয়ার হাইকোর্টের একটি কক্ষে ঢুকে তাকে গুলি করা হয়।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ার হাইকোর্টের বার রুমে প্রবেশ করে আইনজীবী লতিফ আফ্রিদিকে গুলি করে এক অস্ত্রধারী। তাকে তৎক্ষণাৎ পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সিনিয়র পুলিশ সুপার কাশিফ আব্বাসি ডনকে বলেন, পেশোয়ার হাইকোর্ট আইনজীবী সমিতির কক্ষে অন্য আইনজীবীদের সঙ্গে বসেছিলেন লতিফ আফ্রিদি। এ সময় এক অস্ত্রধারী ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
হামলাকারী লতিফ আফ্রিদির আত্মীয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর না আদনান আফ্রিদি বলে জানা গেছে।’
এদিকে, এই ঘটনাকে ‘নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি’ আখ্যা দিয়েছে পেশোয়ার হাইকোর্ট আইনজীবী সমিতি। তারা প্রশ্নে তুলেছে, একজন ব্যক্তি কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে সমিতির কক্ষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলো।