প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনায় বসেছে তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২১, ০৪:৪১ পিএম

প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনায় বসেছে তালেবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠকে বসেছেন দেশটির বিদ্রোহী তালেবান গোষ্ঠীর একটি দল। আফগান সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের ওই কর্মকর্তা আরও জানান, তালেবানদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনায় বসেছেন।

স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, দ্রুত সাফল্য দেখিয়ে তালেবান গোষ্ঠী প্রমাণ করেছে তারা জনপ্রিয় এবং আফগান জনগণ তাদের গ্রহণ করেছে।

বিবৃতিতে তাদের অধীনে আফগান জনগণ ও বিদেশি নাগরিকরা নিরাপদে থাকবে বলে ফের নিশ্চয়তা দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। বিদেশি কূটনীতিক ও ত্রাণ সংস্থার কর্মীরা কোনো সমস্যার মুখোমুখি হবেন না বলেও তালেবানদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তালেবানের বিবৃতিতে আরও বলা হয়, বলপ্রয়োগ ও রক্তপাতের মধ্য দিয়ে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা তাদের নেই্ ।

তালেবানের পক্ষ থেকে দেওয়া এই নিশ্চয়তার পরই প্রেসিডেন্ট আশরাফ গনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয় বলে আফগান সরকারের একটি সূত্র নিশ্চিত করে।

রাজধানী কাবুলে এখনও তালেবান যোদ্ধারা প্রবেশ করেনি বলে জানিয়েছে গোষ্ঠীর আন্তর্জাতিক মিডিয়া মুখপাত্র সুহেইল শাহিন। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তালেবান যোদ্ধারা এখনও রাজধানী কাবুলে প্রবেশ করেনি। শান্তিপূর্ণভাবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কী করে তার অপেক্ষায় রয়েছেন তারা।ৎ

এর আগে, স্থানীয় সময় রবিবার চারদিক থেকে তালেবান যোদ্ধাদের রাজধানী কাবুলে প্রবেশের খবর বিবিসি, রয়টার্স, আলজাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিগগিরই পদত্যাগ করে প্রেসিডেন্ট আশরাফ গনির পরিবারসহ অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারে বলে খবর দেয় ভারতীয় চ্যানেল সিএনএন১৮। 

রবিবার সকালে জালালাবাদের দখল পুরোপুরিভাবে তালেবানদের হাতে চলে যায়৷ দেশের বড় শহরের মধ্যে একমাত্র রাজধানী কাবুলই এখন পর্যন্ত আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। ইতিমধ্যেই মাজার-ই-শরিফের দখল নিয়েছে তালেবানরা। পশ্চিমাঞ্চলীয় এক প্রশানসিক কর্তা জানিয়েছেন, রাজধানীর বাইরে সর্বশেষ প্রধান শহরের পতন হয়েছে৷

এর আগে, তালেবানরা অনেকটা বিনা বাধায় জয় করে নেয় নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদ। এই প্রদেশের পার্লামেন্ট সদস্য আবরারুল্লাহ মুরাদ বার্তা সংস্থা এপি’কে বলেন, প্রবীণরা জালালাবাদে সরকারের পতন নিয়ে সমঝোতা করার পর তালেবানদের হাতে এর নিয়ন্ত্রণ চলে যায়। এই শহরের আরেকজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তালেবানদের কাছে গভর্নর নিজেকেই আত্মসমর্পণ করেছেন । তাই সেখানে কোনোই সংঘর্ষ হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, বেসামরিক জনগণের জীবন রক্ষার একমাত্র উপায় ছিল আপসে তালেবানদের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া। গভর্নর তাই করেছেন।

আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশই তালেবানের দখলে রয়েছে। রাজধানী কাবুলকে অবরুদ্ধ করে রেখেছে তারা। এমতাবস্থায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ক্ষমতা থেকে সরে যাওয়ার  অন্য কোনো বিকল্প নেই্। আর তাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিকেই যাচ্ছেন আশরাফ গনি।

Link copied!