আফগানিস্তানে আইএস এর হামলা, নিহত ৩১

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৮:০৭ পিএম

আফগানিস্তানে আইএস এর হামলা, নিহত ৩১

আফগানিস্তানের মাজার-ই-শরিফ এলাকায় বোমা বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮৭ জন। কমপক্ষে ৪টি বিস্ফোরণ হয়েছে, যার মধ্যে প্রথম বিস্ফোরণটি হয় মাজার-ই-শরিফ এলাকার শিয়া মসজিদে। জঙ্গি গোষ্ঠি হিসেবে পরিচিত ইসলামিক স্টেট মসজিদে হামলার দায় স্বীকার করে বলেছে, মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়তে জড়ো হয়েছিলো, তখন রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি বলছে, আইএস এর সাবেক নেতাদের হত্যার বদলা হিসেবে বিশ্বব্যাপী পরিচালিত প্রতিশোধের অংশ এ হামলা। তবে অন্য ৩ টি হামলার বিষয়ে আইএস এর পক্ষ থেকে কোন বক্তব্য আসেনি।  

দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে কুনদুজ প্রদেশের একটি পুলিশ স্টেশনের কাছে। যেখানে এ হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। তৃতীয় বিস্ফোরণটি হয়েছে নানগারহার প্রদেশের একটি তালেবান গাড়িতে। যে হামলায় ৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে। এছাড়া চতুর্থ বিস্ফোরণটি হয়েছে কাবুলের একটি খনি এলাকায়।      

Link copied!