আবারও আলোচনায় ইলন মাস্ক, সহকর্মীর গর্ভে যমজ সন্তান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০৮:২৩ এএম

আবারও আলোচনায় ইলন মাস্ক, সহকর্মীর গর্ভে যমজ সন্তান

তাঁকে নিয়ে আলোচনা যেন শেষই হয় না। একের পর এক ঘটনা সৃষ্টি করে গণমাধ্যমে উঠে আসেন আলোচিত এই ব্যক্তি। তিনি আর কেউ নন, যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক (৫১)।

এবারও আরেকটি বিষয় সামনে এলো। জানা গেছে, গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। আরেক উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউরালিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিস এ যমজ সন্তানের জন্ম দিয়েছেন।  শিভন জিলিস ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদেরও সদস্য।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজনেস ইনসাইডার তাদের এক প্রতিবেদনে বলেছে, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার অধিগ্রহণ করলে তা পরিচালনার জন্য শিভন জিলিসের নাম শোনা যাচ্ছে।

আদালতের নথি উদ্ধৃত করে বলা হয়, গত এপ্রিলে মাস্ক ও জিলিস ওই যমজের নাম পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেন। আর সেই আবেদনে বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। মাস খানেক পর টেক্সাসের এক বিচারক ওই আবেদন অনুমোদন করেন।

শিভন জিলিস নিউরালিংকে ২০১৭ সালের মে মাস যোগ দেন। একই সময়ে তিনি টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তিনি সেখানে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। তিনি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদেরও সদস্য।

এই যমজ সন্তানসহ ইলন মাস্কের মোট সন্তানসংখ্যা ৯। তবে যমজ সন্তানের বিষয়ে এখনও মুখ খোলেননি ইলন মাস্ক।

Link copied!