এপ্রিল ২৯, ২০২৩, ০৮:১২ পিএম
সম্প্রতি এক সাক্ষাতকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বাশুড়ি সুধা মূর্তির একটি মন্তব্য নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। ওই অনুষ্ঠানে তিনি নিজেদের শিল্প প্রতিষ্ঠান ইনফোসিস সংস্থার সূচনা কেন বৃহস্পতিবার হয়েছিল তার কারণ ব্যাখ্যার পাশাপাশি তার মেয়ের কারণেই ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে উল্লেখ করেন। মেয়ের স্বামী ঋষি সুনাকের প্রশংসা করে তিনি আরও বলেন, “শুধু আমরাই নই, আমার জামাইও অত্য়ন্ত ধার্মিক। বিগত ১৫০ বছর ধরে তাঁর পূর্বপুরুষ ইংল্য়ান্ডে বসবাস করলেও, ওরা অত্যন্ত ধার্মিক।"
ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা হিসাবে সবাই সুধা মূর্তিকে চেনেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিয়ে করেছেন অক্ষতা মূর্তিকে। অক্ষতা হলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির কন্য়া।
সম্প্রতি ইনফোসিসের অন্যতম সহপ্রতিষ্ঠাতা সুধা মূর্তি একটি সাক্ষাৎকারে নিজেদের ব্য়বসা প্রতিষ্ঠানসহ জামাতা ঋষি সুনাকের রাজনৈতিক কেরিয়ার নিয়ে মুখ খোলেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে সুধা মূর্তি জানান, তাঁর মেয়েই জামাতাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। সুধা মূর্তি বলেন, “আমার মেয়ে অক্ষতা মূর্তি ওর স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে।”
ব্রিটেনের সব থেকে কমবয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাফল্যের কারণ তুলে ধরে সুধা মূর্তি আরও বলেন, “আমি নিজের স্বামীকে ব্য়বসায়ী বানিয়েছি। আর আমার মেয়ে তাঁর স্বামীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছে। এদের সকলেরই সাফল্যের পিছনে স্ত্রীদের ভূমিকা অপরিসীম “
এসময় তিনি আরও বলেন, “ আপনারাই দেখুন একজন স্ত্রী কীভাবে তাঁর স্বামীর মধ্যে পরিবর্তন আনেন। তবে আমি আমার স্বামীকে পরিবর্তন করতে পারিনি। আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি, আর আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে।”
সুধা মূর্তি জানান, তার মেয়ে অক্ষতার কারণেই ঋষি সুনাকের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। সবচাইতে বেশি পরিবর্তন এসেছে ঋষির খাদ্য়াভাসে।
ইনফোসিস সংস্থার সূচনা কেন বৃহস্পতিবার হয়েছিল জানতে চাইলে জবাবে সংস্থাটির এই সহপ্রতিষ্ঠাতা ব্যাখ্যা দিয়ে বলেন, “হ্যাঁ, এক বৃহস্পতিবারেই ইনফোসিস সংস্থার সূচনা হয়েছিল। তবে শুধু আমরাই নই, আমার জামাইও অত্য়ন্ত ধার্মিক। বিগত ১৫০ বছর ধরে তাঁর পূর্বপুরুষ ইংল্য়ান্ডে বসবাস করলেও, ওরা অত্য়ন্ত ধার্মিক। অক্ষতার সঙ্গে বিয়ের পরেই ঋষি আমায় প্রশ্ন করেছিল যে আমরা কোনও শুভ কাজ কেন বৃহস্পতিবারে শুরু করি। ও প্রত্যেক বৃহস্পতিবার উপোস রাখে। ওর মা (ঋষি সুনকের মা)-ও প্রত্যেক সোমবার করে উপোস রাখে।”
প্রসঙ্গত, ২০০৯ সালে অক্ষতা মূর্তির সাথে ঋষি সুনাকের বিয়ে হয়। সবশেষ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার পর থেকেই ঋষি সুনকের থেকেও বেশি চর্চা ছিল স্ত্রী অক্ষতার সম্পত্তির পরিমাণ। ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের থেকেও অক্ষতার সম্পত্তির পরিমাণ বেশি বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।